নামাজ সম্পর্কিত ৪0 টি হাদিস
সালাত সম্পর্কে চল্লিশ হাদিস
মাওলানা শাহ আবদুস সাত্তার
সালাত (নামাজ) সম্পর্কে পবিত্র হাদিসের অন্ত নেই। মহানবী হজরত রসুলে মকবুল (সা.) সালাতের ফজিলত, গুরুত্ব ও মরতবার ওপরে যেসব হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে মাত্র ৪০টি হাদিস প্রদত্ত হলো- যা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে সংগৃহীত।
১. হজরত রসুলে পাক (সা.) বলেছেন, আল্লাহপাক সর্বপ্রথম আমার উম্মতের জন্য সালাত ফরজ করেছেন এবং রোজ হাশরে সর্বাগ্রে একমাত্র সালাতের হিসাব নেওয়া হবে।
২. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত (নামাজ) রুকু-সেজদা ও অজু সমেত আদায় করল- তার জন্য দোজখ হারাম হয়ে যায়।
৩. সালাত দীন-ইসলামের খুঁটি স্বরূপ।
৪. সালাদ দেলের নূর স্বরূপ।
৫. মানুষ সালাতে দাঁড়ালে বেহেশতের দরজা তার জন্য খুলে যায়।
৬. সেজদা অবস্থায় আল্লাহপাকের সান্নিধ্য বেশি হয়।
৭. যে ব্যক্তি একান্ত মন-দিলে ওয়াক্ত মতো সালাত আদায় করে সে প্রকৃত মোমিন।
৮. দেহের জন্য যে রূপ মক্তব-দীনের জন্য তেমন সালাত।
৯. সেজদায় ব্যবহৃত অঙ্গ-প্রত্যঙ্গকে দোজখের আগুনের জন্য হারাম করা হয়েছে।
১০. ওয়াক্ত মতো সালাত আদায় করা আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়।
১১. সালাত মোমিন লোকের রূহ স্বরূপ।
১২. সালাতের দ্বারা শয়তানের মুখমণ্ডল কালো হয়ে যায়।
১৩. রাব্বুল আলামিন ইমান ও সালাতের চেয়ে শ্রেষ্ঠতর আর কিছু ফরজ করেননি।
১৪. মানুষ ও শেরেকের মধ্যে সালাত-ই একমাত্র প্রাচীর।
১৫. জমিনের যে অংশে সালাত আদায় করা হয় সেই অংশ অন্যান্য অংশের ওপর গর্ব করে থাকে।
১৬. প্রাতঃকালে যে সালাত আদায় করতে যায়- তার ইমানের ঝাণ্ডা উড্ডিন থাকে।
১৭. আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহপাকের কাছে অতি প্রিয়।
১৮. সালাত প্রত্যেক মোমিন বান্দার কোরবানি স্বরূপ।
১৯. ওয়াক্ত মতো সালাত আদায় করা সর্বশ্রেষ্ঠ আমল।
২০. মানুষ যখন একাগ্র মনে সালাত আদায় করতে থাকে- শয়তান তখন তার প্রতি ভয়ে জড়োসড়ো হয়ে পড়ে।
২১. যে মানুষ সালাত আদায়ে গাফিলতি করে শয়তান তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে।
২২. দুই রাকাত সালাত আদায় করে কায়মনে দোয়া করলে আল্লাহপাকের কবুলিয়াত পাওয়া যায়।
২৩. যে ব্যক্তি নির্জনভাবে সালাত আদায় করল- রাব্বুল আলামিনের কাছে তার দোয়া ফরিয়াদ কবুল হয়।
২৪. জোহরের আগের চার রাকাতের সমান।
২৫. মধ্যরাতের সালাত শ্রেষ্ঠতম।
২৬. মানুষ যখন সালাত আদায়ের জন্য দাঁড়ায় তখন আল্লাহতায়ালার রহমত-করুণা তার ওপর বর্ষিত হয়।
২৭. মোমিন বান্দার বুজর্গি একমাত্র তাহাজ্জুদ সালাতে এতে সন্দেহ নেই।
২৮. রাতের দুই রাকাত সালাত দুনিয়ার সব কিছু হতে শ্রেষ্ঠ।
২৯. তাহাজ্জুদ সালাত অবশ্যই পড়বে- এতে আল্লাহর সান্নিধ্যলাভ গুনাহ হতে মাফ পাওয়া যায়।
৩০. দিনের প্রথম ভাগে সালাত আদায়ে কার্পণ্য করা উচিত নয়। ৩১. যখন কোনো আসমানি বালামুসিবত অবতীর্ণ হয় তখন সালাত আদায়কারীদের ওপর থেকে আপদ-মুসিবত দূরীভূত হয়ে যায়।
৩২. সালাতের পরিচয় কোনো রাজমহলের ব্যক্তি অতি নম্র ও বিনয়ভাবে সালাত আদায় করে এবং মাগফিরাত চায় তার গুনাহখাতা মাফ হয়ে যায়।
৩৩. যাবতীয় আমলের সালাত-ই আমার কাছে প্রিয়।
৩৪. সালাত সম্পর্কে আরও ইরশাদ হয়েছে- এতে রুজি বৃদ্ধি করে রোগব্যাধি, বালামুসিবত দূর করে।
৩৫. সালাতে অন্তরকে শক্তিশালী এবং চেহারা নূরানী করে তোলে।
৩৬. রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখতে ভালোবাসেন যে সালাতের সময় সেজদায় কপাল মাটিতে ঠেকায়।
৩৭. আল্লাহ ও সালাতের মধ্যে কোনো আড়াল থাকে না।
৩৮. দীন ধর্মের একমাত্র নিদর্শন সালাত।
৩৯. সালাত থেকে গাফেল মানুষকে কুকুরের সমতুল্য করে দেয়।
৪০. বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় থেকে বিরত থাকলে কাফেরের পর্যায়ভুক্ত হয়।
টাইপিং এ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
লেখক : সভাপতি, বাংলাদেশ সিরাত মিশন, ঢাকা।
Search for news24 news content (hadith translation )