প্রিপেইড মিটার কোড লিস্ট

প্রি-পেইড মিটারের শর্ট কোড লিস্ট প্রি-পেইড মিটারের শর্ট কোড লিস্ট ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ - ঢাকা ... BPDB Khagrachari - #প্রিপেইড_মিটার JFJ প্রি ... BPDB Khagrachari - #প্রিপেইড_মিটার JFJ প্রি ... Facebook Electric Prepaid Meter Code [Hexing, BPDB, Chittagong] – Rabiul's Electric Prepaid Meter Code [Hexing, BPDB, Chittagong] – Rabiul's Rabiul's - WordPress.com ডিজিটাল প্রিপেইড মিটারের কোডসমূহ ... ডিজিটাল প্রিপেইড মিটারের কোডসমূহ ... ইকবির People also search for বাংলাদেশ বিদ্যুৎ https://bpdb.portal.gov.bd PDF b. Hexing Meter Manual গ্রাহক বিদ্যুৎ অফিসের ভেন্ডিং স্টেশন থেকে বিদ্যুৎ ক্রয় করবেন। গ্রাহক ২০ ডিজিটের এক বা একাধিক টোকেন. পেতে পারে যেমন ” 6418-8786-2991-6780-9510", টোকেনটি আপনার মিটারের নিউমেরিক কি-. 2 pages·508 KB People also ask মিটার বন্ধ করার কোড কী? বিপিডিবি প্রিপেইড মিটার হেল্পলাইন নম্বর? বিদ্যুতের প্রিপেইড মিটার কী? প্রিপেইড মিটারের হেল্পলাইন নাম্বার কত? Feedback ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ https://pbs4.dhaka.gov.bd প্রি-পেইড মিটারের শর্ট কোড লিস্ট - ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ৮০১. বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা) ; ৮০২. তারিখ ; ৮০৩. সময় ; ৮০৬. মিটার বিচ্ছিন্নের কারণ ; ৮০৮. বর্তমানে চলমান লোড (কিঃওঃ). Facebook · প্যারাময় লাইফ it's called মেডিকেল লাইফ 7 reactions · 1 month ago BPDB (PDB) প্রিপেইড মিটার শর্টকোডগুলো 🔌 ... BPDB (PDB) প্রিপেইড মিটার শর্টকোডগুলো PDB প্রিপেইড মিটার কোডের তালিকা জরুরি ব্যালান্স নিতে : 00 মোট ব্যবহৃত বিদ্যুৎ দেখতে : 800 বর্তমান ব্যালান্স : 801 অডিও অ্যালার্ম বন্ধ ... Portal.gov.bd https://file-khulna.portal.gov.bd PDF prepaid code যে কোন. এলার্ম বন্ধ করা. 00. ইমার্জেন্সি ক্রেডিট চালু হবার নির্দেশনা. কোড. 800. মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান. 801. বর্তমান টাকার পরিমান. 802. বর্তমান তারিখ. 803. বর্তমান সময়. 804. মিটারের নম্বর. 1 page·493 KB nargismanzil.com https://nargismanzil.com BPDB Prepaid Meter Manual - Nargis Manzil 808, মোট বর্তমান সংজুক্ত লোড ; 809, ট্যারিফ সূচক নাম্বার ; 810, জরুরি অতিরিক্ত টাকার পরিমাণ ; 811, হেক্সিং মিটারে জরুরি ব্যালেন্স সক্রিয় করতে. Facebook · Prepaid Meter Help - BPDB 20+ comments · 9 months ago পিডিবির এই মিটারের টাকা চেক করার কোডটা কতো??? বিঃদ্রঃ সকল কোড ... Prepaid Meter Help - BPDB | পিডিবির এই মিটারের টাকা চেক করার কোডটা কতো??? ... হেকক্সিং প্রিপেইড মিটার টাকা আছে কিন্তু ঘরে কারেন নাই । People also search for Results are personalised - Try without personalisation Bangladesh Postal Officers Colony, Chattogram - Based on your places (Home) Update location Dark theme: on Help Feedback Privacy Terms 

 বিপিডিবি 
প্রিপেইড মিটার কোড +2 বিপিডিবি প্রিপেইড মিটারে তথ্য দেখতে এবং জরুরি ব্যালেন্স পেতে বিভিন্ন শর্টকোড ব্যবহার করা হয়।যেমন, 

৮০১ কোডটি বর্তমান অবশিষ্ট ব্যালেন্স দেখার জন্য, ৮০০ কোড মোট বিদ্যুৎ ব্যবহার দেখতে, এবং ০০ কোড জরুরি ব্যালেন্স (ধারকৃত) চালু করার জন্য ব্যবহৃত হয়। এই কোডগুলো মিটারের কিপ্যাডে লিখে 'Enter' (#) চাপলে কাঙ্ক্ষিত তথ্য বা সেবা পাওয়া যায়। 
 কিছু গুরুত্বপূর্ণ কোড: ০০: জরুরি ব্যালেন্স (ধারকৃত) চালু করতে। 
 ৮০০: এ যাবৎ মোট ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ দেখতে। ৮০১: বর্তমান অবশিষ্ট ব্যালেন্স দেখতে। 
 ৮০২: বর্তমান তারিখ দেখতে।
 ৮০৩: বর্তমান সময় দেখতে। 
 ৮০৪: মিটারের নম্বর দেখতে। 
 ৮০৬: মিটার বিচ্ছিন্নের কারণ দেখতে।
 ৮০৮: বর্তমান সংযুক্ত লোড দেখতে।
 ৮১২: অ্যালার্ম (যেমন অতিরিক্ত লোড হয়ে গেলে বা জরুরি ব্যালেন্স শেষ হলে) বন্ধ করতে। 

 কোড ব্যবহারের নিয়ম: 

 মিটারে থাকা কিপ্যাড ব্যবহার করুন। উপরে দেওয়া তালিকা থেকে আপনার প্রয়োজনীয় কোডটি মিটারের কিপ্যাডে লিখুন। এরপর 'Enter' (#) বাটন চাপুন। মিটার ডিসপ্লেতে প্রয়োজনীয় তথ্য প্রদর্শিত হবে। বিশেষ টিপস: বিদ্যুৎ টোকেন ব্যবহার করার সময়, ২০ ডিজিটের টোকেনটি সঠিকভাবে প্রবেশ করান। একাধিক টোকেন হলে, একের পর এক সিরিয়ালি প্রবেশ করাতে হবে। কার্ড মিটার হলে, টোকেনটি স্মার্ট কার্ডে লেখা থাকবে এবং সেটি মিটারের IC ইন্টারফেসে প্রবেশ করাতে হবে।

No comments